সব
এক্সপ্রেস প্রতিবেদক:
দীর্ঘ দের বছর পর আশুলিয়ায় স্বর্নিবর ধামসোনা ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসনে সরকার ও যুগ্ম আহবায়ক ময়নুল ভ‚ইয়া এ কমিটি অনুমোদন দেয়।
শামীম মন্ডলকে সভাপতি ও সানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটির গঠন করা হয়। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, সহ সভাপতি সুমন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংস্কৃতিক সম্পাদক সোহলে মিয়াসহ ৬১জন কে সদস্য করা হয়েছে।
কমিটির অনুমোদনের বিষয়ে যুগ্ম আহবায়ক ময়নুল ভ‚ইয়া জানান, গত দের বছর আগে একটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল। পরে আহবায়ক এ কমিটির অনুমোদনের উদ্যোগ নেয়। সে প্রেক্ষিতে আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটিকে লিখিত ভাবে অনুমোদন দেওয়া হয়।