সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত 

আগের সংবাদ

সাভারে শিল্প কারখানার প্রতি সর্তক বার্তা; অভিযান শুরু পরিবেশ অধিদপ্তরের

পরের সংবাদ

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪২ অপরাহ্ণ, ২৩/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার জামগড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম(১৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকার একটি বাসা বাড়িতে এই র্দুঘটনা ঘটে।

নিহত সাইফুল সিরাজগঞ্জ সদরের আকবরা গ্রামের জেল হোসেনের ছেলে। সে জামগড়া এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করত ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিশ্চিত করে জানান, বিকেলে সাইফুল একটি বাসা বাড়িতে বৈদ্যুতিক তার সংযোগের কাজ করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।