সাভারে শিল্প কারখানার প্রতি সর্তক বার্তা; অভিযান শুরু পরিবেশ অধিদপ্তরের

আগের সংবাদ

মহাসড়কে ডাকাতের কালো আধারী; ডিবির চেক পোষ্টে আলোর দিশারী

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় হেলপার নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:২১ অপরাহ্ণ, ২৩/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়া জিরানীতে বাস চাপায় নজরুল ইসলাম নামে এক হেলপার নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে আশুলিয়া জিরানীতে বাসের চাপায় এই হেলপার নিহত হয়।

নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর গলাচিপা থানার বারোসিপা গ্রামের আবু তাহের সিকদারের ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মলয় কুমার সাহা জানান, জিরানী এলাকায় একটি বাস নষ্ট হয়ে গেলে অপর আরেকটি বাসের সহতযোগিতায় টেনে নেয়ার চেষ্ঠ করছিলো। এসময় দুটি বাসের মাঝ পড়ে যায় নজরুল। এসময় পিছনে থাকা বাসের চাপায় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।