সব
এক্সপ্রেস প্রতিবেদক:
উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০১৭ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার জনাব মোঃ আবুল খায়ের।
উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মনোয়ার হোসেন খোকন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন পরিষদ ও জনাবা মনিরা আক্তার, উপজেলা সমবায় অফিসার, সাভার।
বার্ষিক সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ২০১৬-১৭ইং সালের আয়-ব্যয়ের হিসাব ও ২০১৭-১৮ইং সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি ক্যাপ: অব: তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ আর খাঁন, সাবেক কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজি ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরী।
বক্তারা আগামী তিন মাসের মধ্যে প্রস্তাবিত কুমিল্লা টাওয়ারের কাজ শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন।মধ্যাহ্ন ভোজের পর সভাপতির সমাপনী বক্তবের মধ্যে দিয়ে উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০১৭ শেষ করা হয়।