সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে বেদে সম্প্রদায়ের লোকজনের জিবন যাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে ৯ লাখ বিশ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
বুধবার বিকালে সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর তার নিজ কারযালয়ে উপজেলা প্রশাসনের তহবিল থেকে বেদে সম্প্রদায়ের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বেদে সম্প্রদায়ের লোকজন তাদের প্রতিনিধি দলের মাধ্যমে এই আর্থিক অনুদান গ্রহন করে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান সাভারের বেদে সম্প্রদায়ের জিবন-যাত্রার মান উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন।
এছাড়া সাভার উপজেলাকে ধুমপানমুক্ত এলাকা ঘোষনা করে বিভিন্ন স্খানে সাইবোর্ড লাগানো হয়। এর আগে,উপজেলা সভাকক্ষে আইনশৃংখলা রক্ষায় মাসিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।