সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় মানব বন্ধন

আগের সংবাদ

সাভারে বেদে সম্প্রদায়কে আর্থিক সহযোগিতা প্রদান

পরের সংবাদ

সাভারে জমি নিয়ে বিরোধ; স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৩৮ অপরাহ্ণ, ১৮/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার পৌর এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে সিরামিক্স বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী-স্ত্রী দু’জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

স্থায়ীরা জানান, ২০০৯ সালে নভেম্বর মাসে আহসান উল্লাহর কাছ থেকে একখণ্ড জমি কেনেন কবির। কয়েক বছর পর বিক্রি করা ওই জমি দখলের জন্য কবিরকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন আহসান। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত ১০-১৫ জনকে নিয়ে আহসান কবিরের বাসায় হামলা চালান। এসময় তারা কবিরের ওপর হামলা চালালে তার স্ত্রী মৌসুমী এসে বাধা দেন। এতে তাকেও কুপিয়ে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।