সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভার গন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা দিবার মৃত্যুর ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্বদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে আশুলিয়ার বাইশমাইলে অবস্থিত গন বিশ্ববিদ্যালয়ের সামনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে গন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা জানান গত ১৪ অক্টোবর দুপুরে স্বামী ও শশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে মারা যায় দিবা। সে সাভার ইমান্দিপুরের দেলোয়ার হোসেনের মেয়ে এবং গন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফোরমেশন বিভাগের শিক্ষার্থী।
নির্যাতনের শিকার হয়ে এভাবে যেন কাওকে প্রান হারাতে না হয় সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অবিলম্বে দোষীদের শাস্তির দাবী তোলেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ১৪ অক্টোবর সাভারের সবুজবাগ এলাকায় স্বামী ফিরোজের বাসা থেকে দিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।