আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

আশুলিয়ায় জামায়াত কর্মী আটক; ককটেল উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় হরতালের প্রতিবাদে যুবলীগের মিছিল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৪১ অপরাহ্ণ, ১২/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

জামায়াত ইসলামী আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াতের নয় নেতাকে গ্রেফতার ও পরবর্তী রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে দলটির ডাকা হরতালের বিরুদ্ধে মহা সড়কে মহরা ও মটর সাইকেল সোডাউন করেছে আশুলিয়া থানা যুবলীগ

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনরত ছিলো। এই হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার অস্থিতিশীল অবস্থার তৈরী করতে চাইলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানান আশুলিয়া থানা পুলিশ।

ভোররাত থেকেই আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া নেতৃত্বে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে মহড়া দেয়।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নূরুল আমিনসহ আরও চার ইউনিয়নের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে সাভার ও আশুলিয়ার মহাসড়ক প্রদক্ষিন করে পরে ফ্যান্টাসী কিংডমের সামনে এসে সমাবেত হয়।