জাতীয় স্মৃতিসৌধে ও সিআরপিতে কমনওয়েলথ গেমসের ব্যাটন বহনকারী দল

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্রীর আত্নহত্যা; সুইসাইড নোটে দুইজনকে দায়ী

পরের সংবাদ

আশুলিয়ায় আগুন আতঙ্কে আহত-২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৫৪ অপরাহ্ণ, ১০/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় আজমত গ্রুপের জেড থ্রী ছয়তলা গার্মেন্টস এর একটি ফ্লোরে আগুন আতঙ্কে তারাহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছে অন্তত ২০ জন শ্রমিক। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া আমতলা এলাকার আজমত গ্রুপের জেড থ্রী গার্মেন্টস এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় দুপুরে আজমত গ্রুপের জেড থ্রী ছয়তলা গার্মেন্টস এর একটি ফ্লোরে হঠাৎ করে ভুলবসত ফায়ার এলাম বেজে ওঠে। এসময় কারখানায় আগুন লেগেছে এমন আতঙ্কে ওই কারখানার শ্রমিক তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ২০জন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে আজমত গ্রুপের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।