সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের তেতুলঝড়ার হরিনধরা এলাকা থেকে মাজেদা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে সাভারের তেতুলঝড়ার হরিনধরা এলাকার স্বামীর বাড়ি থেকে গৃহবধূ মাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরির্দশক(এস আই)মামুন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানায়,নিহতদের স্বজনদের দাবি মাজেদার স্বামী কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিন তাকে গত রাতে কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকে জসিম উদ্দিন পলাতক রয়েছে।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর পস্তুতি চলছে।