সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের বেদে পল্লীতে সোহেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সাভারের পোড়াবাড়ির বেদে পল্লীতে এই ঘটনা ঘটে।
নিহত সোহেল হোসেন পোড়া বাড়ি এলাকার নরু হোসেনের ছেলে। সে পেশায় সাপুরে ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, রাতে র্দুবৃত্তরা সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থান মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা আক্রোশ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।