সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষ্যে এক সচেতনতা মূলক সভার আয়োজন করেছে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশ হচ্ছে দেশের সম্পদ। তাই এই সম্পদ রক্ষায় প্রসাশন মহল থেকে শুরু করে সর্ব পর্যায়ে তৎপর, এজন্য আগামী ২২ দিন পর্যন্ত ইলিশ ধরাসহ বিক্রি বন্ধ ও পরিবহন মওজুদ করা সম্পূর্নভাবে নিষেধ করা হয় এ সভায়।
প্রধান অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসানের উপস্থিতিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাভার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আহমদে ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু।
আরও উপস্থিত ছিলেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীগণ।