সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারে তাল গাছের বীজ রোপন করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের তেতুলঝড়া ইউনিয়নে তাল গাছের বীজ রোপনের এই কর্মসূচির আয়োজন করা হয়।
পর্যাক্রমে সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নে বজ্রপাত ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের বীজ রোপন করা হয়।
তাল গাছের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর। উদ্বোধন শেষে তিনি জানান, প্রাথমিক ভাবে ১ হাজার বীজ রোপন করা হয়েছে। পরবর্তীতে তাল গাছের বীজ রোপন কর্মসূচি সাভারের প্রতিটি ইউনিয়নে আয়োজন করা হবে।
এছাড়া তিনি আরও বলেন, গ্রীন সাভার এবং ক্লিন সাভার গড়ে তুলা হবে। এ জন্য যুব সমাজ সহ সচেতন মহলের সহযোগী কামনা করেন তিনি।
অনুষ্ঠানে তেতুলঝড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।