সব
প্রতিবেদক: ফিরোজ আহম্মেদ চাঁদ
আশুলিয়ার দোসাইদে বেড়ানোর কথা বলে পোশাক শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামী ইস্রাফিলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইস্রাফিল আশুলিয়ার দোসাইদ এলাকার হযরত আলী ভূইয়ার ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে মামলার প্রধান আসামী ইশ্রাফিল পলাতক ছিল। তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সে ধারাবাহিকতায় আজ ভোরে প্রথমে তার বাড়ি দোসাইদে অভিযান চালানো হয়। সেখানে পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গাবাড়ি পুলিশ অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার(২২ সেপ্টেম্বর) ইস্রাফিল ও আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম বেড়ানোর কথা বলে ওই তরুণীকে আশুলিয়ার দোসাইদ ঈদগাহমাঠ এলাকায় নিয়ে আসে। সেখানে একটি পরিত্যাক্ত গোডাউনে ২ নিরাপত্তাকর্মীর সহযোগিতায় তরুনীকে ধর্ষন করে। পরে ওই তরুণী স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন কাছে বিচার চাইলে পাচঁশত টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ ৪ দিন পর ওই তরুণী খুঁজে বের করে ও চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরদিনই পুলিশ পরিত্যাক্ত গোডাউনের নিরাপত্তাকর্মী পলাশ মাহমুদ ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে।