সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার শিমুলিয়া ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার রাতে কমিটি বিলুপ্ত ঘোষনার বিষয়টি আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া ঢাকা জেলা আওয়ামী যুবলীগের একটি প্যাডে থানা কমিটির আহ্বায়ক কবির সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত ঘোষনা পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণ মাধ্যমে প্রদান করা হয়।
ঘোষনা পত্রে বলা হয়েছে, আশুলিয়া থানার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইয়ারপুর ও শিমুলিয়া ইউনিয়ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া ও সাংগঠনিক সকল কার্যক্রম দূর্বলতার কারণে কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।
এ বিষয়ে থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া জানান, কয়েক বছর ধরে ইউনিয়ন কমিটির কোন সম্মেলন করা হয় না। তাছাড়া কমিটির অনেক পূর্বে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন নতুন, যোগ্য নেতা কর্মীদের দায়িত্ব দেওয়া হবে। যারা বঙ্গবন্ধুর আর্দশ ও দেশ নেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা নিয়মিত ভাবে পালন করে আসছে বা করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।