সব
প্র্রতিবেদক: ফিরোজ আহম্মেদ চাঁদ
সাভারের উলাইলে এলাকায় তরুণীতে ধর্ষণের চেষ্ঠা অভিযোগে দুই বখাটে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তরুণী বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার সকালে সাভারের উলাইল থেকে অভিযুক্ত দুই বখাটেকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সোহেল হোসেন। সে সাভারের নামা গেন্ডা এলাকার মো. রফিক হোসেনর ছেলে। অপরজন টিপু সুলতান। সে সাভারের ভাগলপুর গ্রামের আবদুল জলিল ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাভারে ডগরমোড়া থেকে এক তরুণী উলাইলে নানার বাসায় বেড়াতে আসে। এসময় সোহেল ও টিপু নামে দুই যুবক পিছু নেয়। পরে সুযোগ বুঝে তরুণীকে বাসায় একা পেয়ে কৌশলে ভিতরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। তরুণীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এর আগে দুই বখাটে তরুণীকে উত্যক্ত করে আসছিলো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তারিখ: ১২.০৯.১৭