সব
প্রতিবেদক: ফিরোজ আহম্মেদ চাঁদ
আশুলিয়ার জামগড়ার বটতলায় এলাকায় বিদ্যুস্পৃষ্টে বাঁধন করপোরেশেন নামে পোশাক কারখানারইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। নিহতরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আশুলিয়ার নারী শিশু হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আমিনুল ইসলাম । তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আমিরাবাদ গ্রামের মো. শাহ আলাম ইসলামের ছেলে। বর্তমানে বাঁধন করপোরেশন নামে পোশাক কারখানার ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কর্মরতক ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আবুল কালাম আজাদ জানান, আমিনুল আজ সকালে কারখানায় একটি ফ্যানের কয়েলে বাঁধা কাজ করছিলো। এসময় ফ্যানটি পরীক্ষামুলক ভাবে চালাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানয়ি নারী শিশু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।