মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ভোগান্তীতে যাত্রী

আগের সংবাদ

আশুলিয়ায় হত্যার পর ৩৮ টুকরো নারীর পরিচয় সনাক্ত; আটক ১

পরের সংবাদ

আশুলিয়া ছোট-বড় দন্ধে ৬ষ্ট শ্রেণী ছাত্র খুন; শিক্ষার্থীসহ আটক ৬

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৩৬ অপরাহ্ণ, ০৯/০৯/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার সিনিয়র জুনিয়র দন্ধ নিয়ে সহপাঠির হাতে আলামিন শেখ নামে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে। এঘটনায় ৩ শিক্ষার্থী সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিম পাড়া এলাকায় মাঠে এই ঘটনা ঘটে। শনিবার সকালে ৬ জনকে আটক করা হয়।

নিহত আলামিন শেখ মালিকগঞ্জের দৌলতপুর থানা চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে। তারা পরিবার সহ আশুলিয়ার পলাশবাড়িতে বসবাস করতো। আলামিন আশুলিয়ায় স্থানীয় মন্ডল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

আটককৃত ৩ শিক্ষার্থীরা হলো-ইমরুল কায়েস, সিফাত ও আকাশ। তারা তিনজনই স্কুল শিক্ষার্থী।

নিহ‌তের বাবা আইয়ুব আলী ও স্থানীয়রা জানান,  আলা‌মিন রাতে কিছু না ব‌লে আবার বাসা থে‌কে বের হ‌য়ে যায়। দশটার দি‌কে ইমরুল নামে এক সহপাঠি জানায়, আলা‌মিন গুরুত্বর আহত অবস্থায় আশু‌লিয়ার গণ স্বাস্থ্য কে‌ন্দ্রে ভ‌র্তি আ‌ছে ব‌লে খবর দেয়। এসময় হাসপাতা‌লে পৌ‌ছে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতা‌লের জরুরী বিভা‌গে পাওয়া যায়। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে সাভা‌রের এনাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল নি‌য়ে যাওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) এ কে এম শামীম জানান, সিনিয়র জুনিয়র ঘটনার দন্ধে আলামিন নামে ছাত্র খুন হয়েছে। এঘটনায় দুই ছাত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।