সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে তিতাস গ্যাসের অভিযানে বিচ্ছিন্ন করা হলো প্রায় ৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। এসময় জব্দ করা হয়েছে শাখা লাইনে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও গ্যাসের চুলাসহ নানা উপকরণ।
বৃহস্পতিবার সকাল হতে আশুলিয়ার জিরানী এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ ভাবে স্থাপনকৃত গ্যাস সংযোগের নিম্নমানের পাইপ লাইন মাটি থেকে উপড়ে ফেলে তিতাস কতৃপক্ষ। পরে বাসা বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিয়েছেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) সিদ্দিকুর রহমান।