আশুলিয়ায় ডোবা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় ছিনতাইকারী আটক; মোটরসাইকেল উদ্ধার

পরের সংবাদ

যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:২১ অপরাহ্ণ, ১৫/০৮/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার ও আশুলিয়ায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস। মঙ্গলবার সকাল থেকে এ দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

আশুলিয়া বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা। এদিকে, আশুলিয়ার থানাও আয়োজন করেন বিশেষ মোনাজাত ও কাঙ্গালী ভোজ।