সব
এক্সপ্রেস প্রতিবেদক:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী ফ্রী স্বাস্থ্য সেবা চালু করেছে আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতাল।
মঙ্গলবার সকাল শুরু হয়ে ১৭ আগষ্ট পর্যন্ত আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড এলাকার হ্যাপী জেনারেল হসপিটাল উদ্যোগে এ আয়োজন করেছে । এই তিন দিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ পযন্ত চলবে স্বাস্থ্য সেবা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ রাশিদা রিয়াজ হ্যাপী জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে জন সাধারণের জন্য ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হবে। হাসপাতালে মেডিসিন, চর্মও যৌন, গাইনী, নাক কান গলাসহ শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রীতে রোগী দেখবেন। নিম্ম আয়ের কর্মজীবি মানুষদের কথা চিন্তা করে এ চিকিৎসা সেবা আগামী ১৫, ১৬, ১৭ তারিখ পর্যন্ত তিনদিন চলবে।