সাভারে প্রতারনার অভিযোগে পাঁচ নাইজেরিয়ান আটক; পিবিআই

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বাউল শিল্পী গণধর্ষনের শিকার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২১ পূর্বাহ্ণ, ১১/০৮/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এক বাউল শিল্পী গণধর্ষনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বাউল শিল্পী অশ্রু বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় তিনি মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, ওই বাউল শিল্পী বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান করেন। বুধবার আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে নারায়নগঞ্জ থেকে তাকে ডেকে আনে কয়েক ব্যক্তি। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে কয়েক যুবক রাতভর পালাক্রমে ধর্ষণ করে সকালে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই নারী আশুলিয়া থানায় গণধর্ষনের শিকার হয়েছেন দাবি করে একটি মামলা দায়ের করেন। ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করে।