এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ভূয়া দুই গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে পুলিশের ভূয়া পরিচয়পত্র ও কিছু আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো রুবেল ও অনিক। রুবেলের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দেওবৈ গ্রামে এবং অনিক গোপালগঞ্জের চরমানিকদা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
গতকাল সোমবার রাত ১২ টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি দোকানের সামনে থেকে তাদের আটক করে পুলিশ খবর দেয় এলাকাবাসী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুল আওয়াল জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে এরা ২ জন দোকানে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটকে রেখে থানায় জানায়। পরে আশুলিয়া থানা পুলিশ তাদের জিজ্ঞাবাদের মাধ্যমে জানতে পারে, তারা ভূয়া পরিচয়পত্র ব্যবহার করে ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।