সব
এক্সপ্রেস প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল থেকে আবারো বিষধর গোখড়া সাপ ধরা পড়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ড্রেন থেকে সাপটি ধরে হলের কর্মচারীরা।
পরে শাখা ছাত্রলীগের উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রিতম আরিফ বোতলে ভরে সাপটি তার কক্ষে নিয়ে যান।
জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে বিষধর সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। গত এক সপ্তাহে ২০টিরও অধিক ছোট বড় বিষধর সাপ মেরেছে হলটির শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে চারদিকে পানি বেড়ে যাওয়াতে ক্যাম্পাসের ঝোঁপ-জঙ্গল ছেড়ে বিষধর সাপেরা আশ্রয় নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আবসিক এ হলটিতে।
এদিকে হল প্রশাসনের উদ্দ্যোগে হলে কার্বলিক এসিড সরবরাহের ব্যবস্থা নেওয়া হলেও হলটিতে সাপের উৎপাত বন্ধ হচ্ছে না। এর আগে গত শনিবার হলটির আবাসিক ছাত্র ও সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তুহিন সাপের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেন।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক শফি মুহাম্মদ তারেক জানান, বর্ষার মৌসুমে সাপের উপদ্রব একটু বেশি। সাপের উপদ্রব ঠেকাতে কার্বলিক এসিড ছিটানো হয়েছে।