সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় ৫টি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। আগুনের তিব্রতা বেশী হওয়া কালিয়াকৈর ও রাজধানীর উত্তরার আরও ৪টি ইউনিট সহ ৭টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আশেপাশে পানির সরবরাহ না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।
মঙ্গলবার রাত ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়ার মতিন, শওকত ও ইব্রাহীমের টিনশেড ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রেণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক মামুন মাহাতাব জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়ার একটি ঝুটের গুদামে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। তৎক্ষনে ৫টি গুদামে আগুন ছড়িয়ে। হেডকোয়াটার ও ধামরাইয়ের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলেও ততক্ষনে আগুন নিয়ন্ত্রনে চলে আসে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনার কোন খবর পাওয়া যায়নি ।
প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।