সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার রাত ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেট থেকে প্রায় ৩শতাধিক শিক্ষার্থী প্রতিবাদের নামে জাহাঙ্গীরনগর ব্যানারে এই মশাল মিছিল বের করেন।
মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরর জন্য কঠোর হুশিয়ারী উচ্চারন করেন। এবং আগামীকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সকল ধরনের প্রশাসনিক কর্মকান্ড বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।
এদিকে অপ্রীতির ঘটনা এড়াতে ভিসি বাস ভবনসহ বিভিন্ন গুরুত্ব স্থানে পুলিশ মোতায়েন ছিলো।