সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নয়ারহাট এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসেন(৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত।
রোববার দুপুর একটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।
নিহত আবুল হোসেন আশুলিয়া থানার টগরতলী গ্রামের সমর আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী নিশ্চিত করে জানান, দুপুরে আবুল হোসেন নবীনগর থেকে নয়ারহাট বাজার আসছিলেন। এ সময় তিনি নয়ারহাট বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা স্বজন পরিবহনরে একটি বাস ধাক্কাদেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি আটক করা হেয়েছে।