আশুরিয়ায় বাসের ভিতরে হাত পা বাঁধা অজ্ঞাত ব্যক্তি মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিযায় জঙ্গী কাযক্রমে জড়িত থাকার সন্দেহে অভিযান; জিহাদী বই উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় জঙ্গি আস্তানার সন্দেহে অভিযান, জিহাদী বই উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:২৯ পূর্বাহ্ণ, ৩০/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় জঙ্গি কার্যক্রমের সন্দেহে এসি ও ইলেকট্রনিক্স গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাব-১। এখন পর্যন্ত কাউকে আটক করেত পারেনি। তবে ভিতর থেকে জিহাদী বই পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার ভোর থেকে আশুলিয়া পুকুরপারের বড় রাঙ্গামাটিয়া এলাকার এসি ও ইলেকট্রুররনিক পণ্য আমদানি কারক হারুন ইঞ্জিনিয়ার লিমিটেডের নাম প্রতিষ্ঠানের গুদামে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব- ১ এর কর্মকর্তা মেজর ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত জানান, অনেক দিন ধরে গুদামটির উপর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। এই গোডাউনের অন্তরালে হারুন নামের এক ব্যক্তি সুক্ষভাবে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল। ভোরে অই গোডাউনে অভিযান শুরু করে। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে গোডাউনের মালিক কৌশলে পালিয়ে যায়। তবে গোডাউনের ভিতর থেকে জিহাদী বইসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। গোডাউনের মালিক হারুনকে আটক করার জন্য অভিযান অব্যহত থাকবে। তাকে আটক করা না পর্যন্ত বিস্তারিত কিছু জানা যাচ্ছে না