সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের কাউন্দিয়ায় দ্বীন ইসলাম দিলু (২৮) নামের একটি মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুপুরে সাভারের কাউন্দিয়ায় একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঢাকা জেলা গোয়েন্দা উত্তর ডিবি পুলিশ তাকে আটক করে। আটক দ্বীন ইসলাম দিলু সাভারের কাউন্দিয়া সিংড়াচড় গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঢাকা জেলা গোয়েন্দা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চত করে জানান, আমাদের কাছে তথ্য আসে কাউন্দিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলুর কাছে অস্ত্র বেচা কেনার জন্য অস্ত্র রাখা হয়েছে। পরে সেখানে আমাদের একটি দল অভিযান চালিয়ে দিলুকে আটক করা হয়। এসময় বাড়িটি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, দিলু স্থানীয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি সে অস্ত্র বেচা কেনার সাথে যুক্ত হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধীক মাদক মামলা রয়েছে।