সব
জাহিদ হাসান শাকিল:
তোমার আগমনে ও কর্মে ধন্য আমরা, তোমার প্রস্থানে। দেশ ও জাতির উন্নয়নে। আগামীর পথে আলো ছড়াও এই প্রত্যাশা….এই স্লোগানকে ধারন করে আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগকে বিদায় সংর্বধনা জানান। পাশাপাশি কর্মকর্তা অনুমতিক্রমে আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আবু নাসের বেগকে ক্লাবের আজীবন সদস্য হিসেবে যুক্ত করে।
সোমবার রাত ৮ টায় নবীনগর চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেস ক্লাবের অডিটরিয়ামে এই সংর্বধনা দেয়া হয়। এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের কাযনির্বাহী কমিটি সদস্যসহ সাংবাদিকবৃন্দ।এসময় বিদায়ী কর্মকর্তা ক্লাবের পরিদর্শণ বইয়ের নিজের অনুভুতির কথা প্রকাশ করেন। এর আগে তাকে ক্রেষ্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়।
এসময় সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপুসহ অন্যান্য সাংবাদিকগন বিদায় বেলায় তার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতার স্মৃতিগুলো তুলে ধরেন। ভবিষৎতে এই সম্পর্ক অটুট থাকার দৃঢ় প্রত্যায় প্রকাশ করেন।
এই কর্মকর্তা বিদায় লগ্নে আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া এক্সপ্রেসের প্রধান সম্পাদক- প্রকাশ খোকা মুহাম্মদ চৌধুরী জানান, বিদায় সব সময় বেদনার বা কষ্ঠের সুর নিয়ে আসে। ছোট কিবা বড়। তবে তার পেশা পদোন্নতির জন্য আন্তরিক শুভকামনা রইল। প্রত্যাশা রইল আরও বড় দায়িত্ব নিয়ে ভবিষ্যৎতে আমাদের মাঝে ফিরে আসবেন।
সবশেষ আবেগঘন হৃদয় নিয়ে বিদায়ী প্রজাতন্ত্রের এই কর্মকর্তা জানান, ভালোবাসার অনুভুতি ভাষা প্রকাশ করা অসম্ভব। পেশাগত কারণে দেশের নানা জেলা উপজেলায় কাজ করেছি। কিন্তু আমার দেখা আশুলিয়া প্রেস ক্লাব একটি ব্যতিক্রম ও সমৃদ্ধ ক্লাব মনে হয়েছে। সদস্যরা সবাই অনেক আন্তরিক ও দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। শুভ কামনা ও আগামী পথে চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন আশুলিয়া প্রেস ক্লাবের জন্য।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগ গত বছরের ২৫ জুলাই সাভার উপজেলায় যোগদান করেন। কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাভার ইউএনও থেকে পদোন্নতি নিয়ে খাদ্য মন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেছেন।