আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযান চলছে

আগের সংবাদ

আশুলিয়া জঙ্গি অভিযানে হেফাজতে থাকা বাড়ির মালিককে ছেড়ে দিয়েছে র‌্যাব

পরের সংবাদ

আশুলিয়া জঙ্গী আস্তানার বাড়িটি আজও ঘিরে রেখেছে র‌্যাব

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১২ অপরাহ্ণ, ১৭/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার নয়ারহাটে চৌড়াবাড়ী এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে অভিযান কারা বাড়িটি আজও ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা।

সোমবার সকালে বাড়িটি ঘিরে র‌্যাব সসেস্যের সশস্ত্র একটি দল অবস্থান করছে। তবে বাড়িটিতে কোন লোকজন নেই।

এদিকে নিরাপদ দুরুত্বে সড়িয়ে নেয়া সাধারণ মানুষ অভিযান শেষ হওয়ার পর পর নিজ বাড়িতে ফিরে এসেছে।

উল্লেখ্য শনিবার গভীর রাত থেকে জঙ্গী আস্তানা সন্দেহে টিনসেট এই বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে চার জঙ্গী আত্মসমর্পনের মধ্য দিয়ে এই অভিযানের সমাপ্ত হয়।