সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি অভিযানে র্যাব হেফাজতে থাকা বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুর বারটায় মালিক ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাব -৪ এর নবীনগর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গি অভিযানের সময় বাড়ির মালিক ইব্রাহিমকে জিঞ্জাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। রবিবার ভোর রাতে অভিযান চলাকালে ডেন্ডাবর এলাকার নিজ বাসা থেকে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রক্রিয়া শেষ করে স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।