সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সরকারী চাল আত্মসাতের অভিযোগে কালিয়াকৈরের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা দুলুজে সাভারে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার(১২ জুলাই) সকালে দুদকের সহকারী পরিচালক মো.মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, সোমবার রাতে সাভারের থানা রোড এলাকা থেকে আটক করা হয়। পরে সাভার থানা হেফাজতে রাখা হয়।
তিনি জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতাধীন দুই মাসের ৯০ হাজার কেজি সরকারি চাল আত্মসাতের করেন কালিয়াকৈরের আটাবহ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা(দুলু)।
সোমবার রাতে তাকে আটক করে সাভার মডেল থাকায় হস্তান্তরর করা হয়েছে বলেও জানান দুদুকের এই কর্মকর্তা।