সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায় দুই কথিত মডেল তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন মন্ডলকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে পুলিশ এই মামলার আরও দুই আসামীকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পরপরই।
মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন চরখালশি থেকে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক সোরোয়ারর্দী হোসেন জানায়, সাভারের সোবানবাগে দুই তরুণী ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন মন্ডল ঘটনার পর থেকেই পলাতক ছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে তার শশুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন চরখালশি এলাকায় অভিযান চালিয়ে লিনট মন্ডলকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ এই ধর্ষণ মামলার আরও দুই আসামীকে মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সাভারের মজিদপুরে অভিনয়ে সুযোগ দেয়ার কথা বলে লিজেন্ড স্কুল এন্ড কলেজের একটি কক্ষে দুই তরূনীকে আটকে রেখে লিটন মন্ডল ধর্ষন করে। পরে স্থানীয়রা দুই তরুণীকে উদ্ধার ও জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটকে রেখে পুলিশে সোপার্দ করেন।