সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় তুরাগ নদী থেকে অজ্ঞাত (১৪) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ী তুরাগ নদীর তীর থেকে পানিতে ভাসমান অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দুপুরে তুরাগ নদীর তীরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ ভাসতে দেখতে পায়। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত তরুণীর শরীরে কোন কাপড় ছিলো। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গত দু’দিন আগে ওই তরুণীকে হত্যা করে লাশ গুম করার জন্য তুরাগ নদীতে ফেলে যায় দুর্বৃওরা।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট পাওয়া গেলে জানা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।