আশুলিয়ায় মেডলার এ্যাপারেলস পোশাক কারখানায় আগুন; ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

আগের সংবাদ

৪২ দিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

পরের সংবাদ

আশুলিয়ায় মেডলার এ্যাপারেলসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অংশে সংস্কার কাজ চলছে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:০৮ অপরাহ্ণ, ০৯/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় মেডলার এ্যাপারেলস পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ভবনের ক্ষতিগ্রস্থ অংশগুলোর সংস্কার কাজ চলছে। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।

রোববার সকাল থেকে কারখানার সামনে কয়েকশত শ্রমিক ফটকের বাইরে দাড়িয়ে ছিলো। কারখানার পুড়ে যাওয়া অংশগুলোর সংস্কার চলছে। তবে কোন শ্রমিক নিহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক হেলালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিকে কারখানাটিতে একদিনের সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। কারখানা বন্ধ বা খোলার বিষয়ে বিকালে সিদ্ধান্ত নেয়ার কথা জানান কারখানা কর্তপৃক্ষ।

উল্লেখ্য, গতকাল রাত ৯ টার দিকে মেডলার পোশাক কারখানায় অগিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছাদে কয়েকজন আটক পড়লেও পরে তাদের উদ্ধার করা হয়।