সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় মেডলার এ্যাপারেলস নামে ৮তলা একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছাদে কয়েকজন আটক পড়লেও পরে তাদের উদ্ধার করা হয়।
শনিবার রাত ৯ টার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ফায়ার সার্ভিস জানায়, মেডলার এ্যাপারেলসের ৮ তলা ভবনের ২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। তবে এখন পযন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তাড়াহুড়া করে নামে গিয়ে কয়েক জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ জানায়, রাত ৮ টার দিকে কারখানাটি ছুটি হয়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে মহাসড়কে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।