আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিনসদস্য আটক, পিস্তল, গুলি, মাদক উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী ধামরাইয়ে গ্রেফতার

পরের সংবাদ

সাভারে লেগুনা চাপায় শিশু নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৩৩ অপরাহ্ণ, ০৭/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে যাত্রীবাহী লেগুনা চাপায় সুমাইয়া নামের এক (৭) শিশু নিহত হয়েছে। এসময় ঘাতক লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো রহয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়াতপুর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সাভার মডেল থানার হেমায়াতপুর ফাঁড়ি ইনচার্জ শাহ আলম জানান, শিশু সুমাইয়া ও তার দাদি হেমায়েতপুরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি লেগুনা শিশু সুমাইয়া চাপা দেয়। এতে ঘটনা স্থলেই শিশু সুমাইয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির বাবা ও মা পোশাক শ্রমিক।

শিশুটি গাইবান্দা জেলার পলাশবাড়ি থানার গোপালপুর গ্রামের শামিম মিয়ার মেয়ে। লেগুনা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এই বিভাগের সর্বশেষ