সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পশু সম্পদ ও গুদাম ইউনিটের ড্রেন থেকে মানিক মিয়া নামের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিন নিখোঁজ ছিল মানিক।
রোববার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার প্রাণী সম্পদ গবেষনা ইনস্টিটিউট এর পশু সম্পদ ও গুদামের পাশের একটি ড্রেন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত মানিক মিয়া নোয়াখালী জেলার সুন্দলপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। সে পশু সম্পদ ও গুদামের কর্মচারী ছিল।
কেন্দ্রীয় গবাদি পশু ও দুগ্ধ খামার এর বৈজ্ঞানিক কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান জানান, গত দুই ধরে মানিক মিয়াকে অনেক খোজঁ করেও পাওয়া যাচ্ছিল। আজকে দুপুরে গুদামের পাশের একটি ড্রেন থেকে পচাঁ গন্ধ বের হলে কাছে গিয়ে কর্মচারীরা তার মৃতদেহ দেখতে পায়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারন জানা যাবে।