সাভারের তিনটি হাসপাতাল সিলগালা ও মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যসহ আটক ২; অস্ত্র ও মাদক উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩৯ পূর্বাহ্ণ, ০৭/০৬/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় তানজিলা আক্তার (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আটটার দিকে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত তানজিলা রাজবাড়ী সদর জেলার দক্ষিন নিয়তপুরের মোঃ তোয়াত উদ্দিনের মেয়ে। সে আশুলিয়ার ধলপুর গ্রামের আব্দুল মান্নানের বাসায় পরিবারের সাথে থেকে সাভার মডেল কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করতো।

পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে তানজিলা মন খাড়াপ করে বসে থাকতো। ঘর থেকে খুব বেশি বের হতে চাইতো না। খাওয়া দাওয়া ও পড়াশোনা করতে চাইতো না সে। আজ দুপুরে তানজিলা কে খাবার খেতে বলা হলে সে না খেয়ে নিজের রুমে গিয়ে দড়জা বন্ধ করে রাখে। পরে সন্ধ্যায় তাকে ডাকা হলে কোন সাড়া পাওয়া যায়নি। এসময় দড়জা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে নারী ও শিশু কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। হাসপাতাল কতৃপক্ষের খবরের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানজিলা প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারন জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।