সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল ( প্রশিক্ষণ ও পরিকল্পনা উন্নয়ন) মোহাম্মদ মোশারফ হুসেন, পিএসসি জানান, শুক্রবার সকালে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ চন্ত্রকে প্রধান করে সহাকারী উপপরিচালক মামুন মাহাতাব ও সাভার ফায়ার সার্ভিসের স্টেশন মোহাম্মদ লিটন আহমেদ কর্মকর্তাকে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কেউ কথা বলতে রাজি হয়নি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত আনুমান সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের মজিদপুরে পাকিজার কারখানার ২ তলা ফেব্রিক্স ও ৩ তলার কেমিক্যাল গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হুড়াহুড়ি করে বের হতে গিয়ে ২০ শ্রমিক আহত হয়।