সাভারে বাস চাপায় জাবি শিক্ষার্থী নিহত; আহত আরও এক শিক্ষার্থী

আগের সংবাদ

রোজার মাসে যেভাবে দাঁত ও মুখের যত্ন নেবেন

পরের সংবাদ

আশুলিয়ায় নারী শ্রমিক গণধর্ষণের শিকার; তিন ধর্ষক আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪৫ অপরাহ্ণ, ২৬/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় বাড়ি ফেরার পথে অপহরণের পর গণধর্ষনের শিকার হয়েছেন এক নারী পোশাক শ্রমিক। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব ৪ ।
শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ধারনকৃত ভিডিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব ৪ এর নীনগর ক্যাম্পে সাংবাকি সম্মেলনের মাধ্যমে জানানো হয়।
আটককৃতরা হলো-আশুলিয়ার ধনিয়া গ্রামের ফজল হকের ছেলে রিপন মাহাম্মুদ (২৯), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কইজুরি গ্রামের সক্কুর আলীর ছেলে খোকন মিয়া (২৭) , ও আশুলিয়ার থানার পূর্ব ধনিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জন্টু মিয়া।
র‌্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক আব্দুল হাকিম জানান, অনেক দিন ধরে নারী পোষাক শ্রমিককে কুপ্রস্তাব দিয়ে আসছিল এই তিন ধর্ষক। কিন্তু রাজি না হওয়ায় বিভিন্ন সময় তারা তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ অবস্থায় পোশাক শ্রমিক চাকুরী ছেড়ে বাসা পাল্টানোর সিদ্ধান্ত নেয় সে। পরে বৃহস্পতিবার ভোরে গ্রামের বাড়ি কালিয়াকৈর যাওয়ার জন্য রওনা হয়। এসময় আশুলিয়ার নয়ারহাট বাস স্ট্যান্ডে এসে পৌছলে আগে থেকে উৎ পেতে থাকা তিনজন তাকে অপহরণ করে ধামরাই ঢুলিভিটায় একটি গার্মেন্টেসের পিছনে সোহান মিয়ার টিন শেট বাসার নিয়ে আসে। পরে সে খানে তাকে আটকে রেখে জোর পূর্বক পালাক্রমে তারা ধর্ষন করে মোবাইলে ভিডিও ধারন করে। কাউকে না জানানো ও ২০ হাজার টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে নারী শ্রমিক র‌্যাবের কাছে অভিযোগ জানালে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটক তিনজনকে আশুলিয়ায় থানায় হস্তানান্তর করা হয়। ভুক্তভোগী নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।