সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সারাদেশের ক্লিনিক হাসপাতালে হামলা ভাংচুরের প্রতিবাদে সাভারে মানবন্ধন করেছে চিকিৎসক, ক্লিনিক মালিক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে সাভারের থানা রোড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশন অব সাভার।
এতে সংগঠনটির সভাপতি ও সাংসদ ডা. এনামুর রহমান, যুগ্নসাধারন সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় চিকিৎসক ও ক্লিনিকের কর্মচারীরা বক্তব্য দেন।
এসময় মানববন্ধনকারীরা দাবী জানান, ঢাকার সেন্ট্রাল হাসপাতালসহ সারাদেশের বিভিন্ন ক্লিনিকে হামলায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।