সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাভারের গন বিশ্ববিদ্যালয়ের ৭টি কোর্সের অনুমোদন নেই ঘোষনা করার পর বিশ্ববিদ্যালয়টির বিবিএসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করছে।
বুধবার সকাল থেকে সাভারের আশুলিয়ায় নলাম মির্জানগরের গণবিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিবিএসহ বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করছে।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গন বিশ্ববিদ্যালের ভিসির পদত্যাগ দাবি করেন। পাশাপাশি তারা বিবিএ বিভাগের অনুমোদন দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী তুলে ধরেন।
গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েকটি জাতীয় দৈনিকে গন বিশ্ববিদ্যালয়ের বিবিএ সহ ৭ টি কোর্সের অনুমোদন নেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে সর্তক করেন।
তবে এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের উপার্চায, রেজিষ্ট্রার বা কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।