সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের বিশমাইল এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসের (৩২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান জানান, সকালে আবুল হোসেন সাইকেল যোগে নবীনগর দিকে যাচ্ছিল। এসময় একটি দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বাসটি আটকের জন্য অভিয়ান চালানো হবে। এছাড়া আশুলিয়া থানায় একটি মামলা দায়ের কথা রয়েছে।