সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে বাস চাপায় খোরশেদ আলম নামের এক পথচারী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ওই যুবক হেমায়েতপুর বাসষ্ট্যান্ড দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলো। এসময় সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত খোরশেদ আলমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার শটবাড়ী গ্রামে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।