সাভারে দেবরের হাতে ভাবী খুন

আগের সংবাদ

আশুলিয়ায় বিশেষ অভিযানে নয়জন আটক

পরের সংবাদ

সাভারে গৃহকর্মীর স্পর্শকাতর অংশ জলসে দিয়েছে গৃহকর্ত্রী; গৃহকর্ত্রী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৫৬ অপরাহ্ণ, ১৭/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার গৃহকর্ত্রীর নির্মম অত্যাচার সইতে না পেরে পালিয়ে গিয়ে রক্ষা পেলে ১১ বছরের এক গৃহকর্মী। তার শরীরের বিভিন্ন স্থানে খুন্দি দিয়ে জলসে দিয়েছে পাষন্ড গৃহকর্ত্রী। গৃহকর্মী পুলিশ হেফাজতে; গেফতার করা হয়েছে গৃহকর্ত্রীকে।

মঙ্গলবার রাতে গৃহকর্ত্রীকে রাজাশনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহকর্মীর নাম হোসনেয়ারা বেগম। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মাওরাই গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানায়, বছর খানেক আগে ময়মনসিংহের গফরগাঁও থেকে ১০ বছরের হোসনেয়ারা সাভারের রাজশনে সাইদ ও শিমু দম্পত্তির বাসায় গৃহকর্মীর কাজ নেয়। প্রায় সময় মারধর করতো। সর্বশেষ গৃহকর্তার কুদৃষ্টিকে উল্টো সন্দেহ করে গৃহকর্ত্রী শিমু গরম খুন্তি দিয়ে স্তন সহ শরীরের বিভিন্ন স্থান জলসে দেয় হোসনেয়ারার। অত্যাচার সইতে না পেরে গত ২৫ এপ্রিল পালিয়ে যায় হোসনেয়ারা। পরে তাকে উদ্ধার অন্য নারী প্রাথমিক চিকিৎসা তার মা বাবা খবর দেন। হোসনেয়ারার মা জাহানারা বেগম বাদী হয়ে সাইদ ও শিমু দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গহকর্ত্রীকে গ্রেপ্তার করা হলেও গৃহকর্তা পালাতক রয়েছে। গৃহকর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ও অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।