সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে পারিবারিক কোলহের জের ধরে দেবরের হাতে ভাবী খুন হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপরে সাভারের পৌর এলাকার কাতলাপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম কল্পনা দেব নাথ। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমানপুর কৈরপাড়া গ্রামে। বর্তমানে সাভারের কাতলাপুরে স্বামী শ্রী পদ চন্দ্র সরকারের সঙ্গে খোকন দাসের বাড়িতে বসবাস করতো। স্বামী পোশাক শ্রমিক ও কল্পনা গৃহিনী ছিলেন।
প্রতিবেশী এক গৃহবধূ জানান, চিৎকার শুনে তিনি কল্পনা ভাইয়ের বাসায় যান। এসময় দেব কাজল ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায়। ঘরে গিয়ে দেখেন কল্পনা রক্তাত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
সাভার মডেল থানার সেকেন্ড অফিসার এস আই জাকারীয়া হোসাইন স্থানীয়দের বরাত দিয়ে জানায়, সাভারের কাতলাপুরে কল্পনা পাশবর্তী তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। তারপর দেবর কাজল চন্দ্র সরকার ভাবীর সঙ্গে দেখা এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বাকবিতন্ডা শুরু করে। এক পযায়ে ধারালো ছুরি দিয়ে কল্পনার গলায় জখম করে। এতে কল্পনা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর দেবর কাজল পালিয়ে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।