সব
এক্সপ্রেস প্রতিবেদক:
গাজীপুর থেকে ডাকাতি হওয়া যাত্রীবাহি বাস সাভারে থেকে উদ্ধার করেছে র্যাব ৪ এর একটি দল। এসময় আলামিন ও ইমরান নামের দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকালে সাভারের রাজসন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত আলামিনের গ্রামের বাড়ী মানিকগন্জ জেলার সিংগাইর উপজেলার ধোলায়ও ইমরানের বাড়ী কেরানিগন্জ সে আশুলিয়ায় বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর নবীনগর ক্যম্পের কমন্ডার মেজর আব্দুল হাকিম জানায়, গাজীপুরে টঙ্গি এলাকা থেকে একটি যাএীবাহি বাস ডাকাতি হয়। বাসটি বিক্রির উদ্ধেশ্যে দুই ডাকাত বাস নিযে সাভারের রাজশন এলাকায় অবস্থান করছিলো। বিষয়টি জানতে পেরে রাজাশন অভিযান চালানো হয়। এসময় ডাকাতি হওয়া বাসসহ দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান,ডাকাত দলটি বিভিন্ন এলাকায় যানবাহন সহ শিল্প এলাকায় ডাকাতি করে আসছিল।বাকি সদস্যদের আটকের জন্য এ অভিযান অব্যহত রয়েছে।