সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় সুমন নামে পরিবহন শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার পলমল গার্মেন্টস এর পেছনে এঘটনা ঘটে।
নিহত সুমনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর থানার আলিপুর গ্রামে। তার পিতার নাম কাজিম শেখ। সে সাভারের বনপুকুর এলাকার তাহের মিয়ার বাসায় ভাড়া থেকে অটোরিক্সা চালাতেন।
এলাকাবাসী জানায়, ধারনা করা হচ্ছে ভোর রাতে কোন এক সময় ওই যুবককে গলা কেটে হত্যা করে লাশ পলমল গার্মেন্টস এর পিছনে ফেলে যায় দুর্বৃওরা। সকালে স্থানীয়রা ওই যুবকের গলাকাটা লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, কারা বা কি কারনে নিহত সুমনকে হত্যা করেছে দুর্বৃওরা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।